দখিনা বাতাসের কাঁপন
লাল গোলাপটার গায়ে।
কাঁপন তার অধরেও।
অলির দৃষ্টিতে বুঝি চপলতা_
নীরবে হাসে দুজনে,
নীরবে হয় কথা দেয়া-নেয়া।
অধরে অধর মেশে,
(হয়ত) ফুলেরা তখন
করে কানাকানি।
দখিনা বাতাস মুখ ঘোরায়।
(তবু) নিষ্পাপ দুটি মন
আবদ্ধ
পবিত্র আলিঙ্গনে
স্বর্গীয় অনুভূতিতে স্তব্ধ।।