যদি হ'তে পারতাম
অশ্বমেধের ঘোড়া
ছুটে বেড়াতাম বিশ্ব জুড়ে।
আমাকে বশ করে কোনো রাজপুত্র
জিতে নিত সাম্রাজ্য!
যদি আগুনে ঘি হয়ে
জ্বালাতে পারতাম
যজ্ঞের লেলিহান শিখা!
জ্বলে শুদ্ধ হয়ে যেতে পারত
যত কামনা বাসনা।
লক্ষ মাইল হাঁটার পর
লক্ষ বছরের খিদেয় জেগে উঠে
কেউ কখনও ঘুমোতে পারে
শুধু চুম্বনে আর আলিঙ্গনে?
আমার স্বপ্ন জাগে
কাঁটাতারের বেড়া টপকে
সীমাহীনতার সীমানা পেরোবার।
কাদাখোঁচা পাখিটার কর্কশ ডাকে
পিকাসোর আঁকা
বিকৃত মাঝবয়সী মহিলার জঙঘায়
জন্ম হয় যত কবিতার।।