নষ্ট মেয়েটা
তোমায় দিতে চেয়েছিল
এক গুচ্ছ স্বপ্ন_
উড়ন্ তুবড়ি, ফুলঝুরি,
অথবা কনকচাঁপা
অথবা কাগজফুল।
তুমি ভাবলে সব মিথ্যে,
সবই তোমার মনের ভুল।
তুমি আয়না দেখো না যেন।
তোমার গালে
এখনও যে লেগে আছে
নষ্ট মেয়ের চোখের কাজল।
তোমার উষ্ণ বুকে
জড়িয়ে আছে
তার মাথার চুল।
বাহুবন্ধন ছেড়ে ফিরে যেতে গিয়ে
থমকে দাঁড়ালে_
তাকালে ইতি-উতি।
নষ্ট মেয়েটা
অপূর্ণতা নিয়ে তাকিয়ে ছিল
তোমার চোখে।
তুমি বললে, 'অপূর্ণতাই
পরিপূর্ণতার প্রতিশ্রুতি'।
মেয়েটা দরজা বন্ধ করে
কাঁদল কিছুক্ষণ।
তোমার হাতের উষ্ণ পরশ
শরীর ছাড়িয়ে
ছুঁয়ে গেছে যে
নষ্ট মেয়ের মন।।