পাথর,
তুমি সরিয়েছিলে,বন্ধু...
ভেবেছিলে,
অনেকটা ভার কমিয়ে দিয়েছ!
আবেশ চোখে দেখি তোমাকে
উড়ন্ত বলাকার ডানায়...


ভেসে চলেছ
অস্তগামী সূর্য পেরিয়ে
অন্ধকার ঠেলে
সূর্যোদয়ের আকাঙ্খায়...
দিগন্তের রক্তিম আভায়
ঝলসায় তোমার সফেদ ডানা!


সেই রশ্মি
আমার উপনেত্রের লেন্সের
বিচ্ছুরণে সাত রঙ ছড়ায়...
পাথর নেই।
আমার স্থবির পা খুঁজে নিয়েছে
মাটির ঠিকানা!


পলক হীন
স্থির চোখ দেখে, যত রঙ ছিল
দিগন্তে, ডানায় মেখে
উড়ে চলেছে সাদা বকের সারি
আদি অনন্ত কাল ধরে
মুক্ত আকাশে...