কথারা যখন যায় হারিয়ে
অজানা পথের বাঁকে,
বাউল মন উদাস হয়ে
ভীষণ একলা থাকে।
একতারাটা ছিন্ন তারে
ধূলোর 'পরে লুটোয় ।
যায় না গাঁথা জীবন-কথা
ছন্নছাড়া সুতোয় ।


বন্ধু, তুমি সুরের ডালি নিয়ে,
এসো আনমনে।
তোমার নেশায় মাতাল হ'ব
কাব্য জাল বুনে।