আত্মার আস্তরন ঠুনকো অবয়ব।
জানলা দিয়ে অনবরত উষ্ণ বাতাস।
সাথে সাথে ঢুকে পড়ে প্রেম...


অহেতুক হিসাব মেলাতে হিমসিম!
স্ফটিক জলের মতো স্বচ্ছ বীজগনিত।
ফর্মুলা মেনে ভালবাসার নীল।


অবসাদ নামে যদি ভোরাকাশে,
নদী খুঁজে নেবে ঠিক পথ...
আত্মার অপেক্ষা থাকে পরমাত্মায়।


শুধু নিঃশেষ নিশ্চুপ আধারে,
অবহেলায় প্রেম পড়ে থাকে!