সন্ধিক্ষণ উদ্ভাসিত প্রত্যয়ে
নির্লিপ্ত এক আশ্রয় বোধ।
পাথর ভাঙা চিদানন্দ মনে
নীল পদ্মের অজান্তে প্রবেশ।


বিধুর আলোকে আরক্ত সুখ
অব্যক্ত ঘন যন্ত্রণায় প্রলেপ,
জনহীন হৃদয় বিন্দুর কাছে
বিদ্ধস্ত আলোড়ন তরঙ্গ যেন।


উদাসী অপ্রকাশিত মুক্ত মন
মধু আবেশে আত্মহারা যখন,
নিঃশব্দে নিঃশেষ কোমল বুক
ভেঙে চুরমার নীরবে নিভৃতে।


সমান্তরাল দুটি পথ দংশে আকর্ষণে।
মিথ্যা আশ্বাসে ছোটে বিন্দু দর্শনে।