খান তিন হাঁস ছানা
পুকুরের পাড় ঘেঁষে,
নামবে কি নামবে না
গায়ে গা আছে ঠেসে।


মা হাঁস প্যাঁক প্যাঁক
ছানাদের ডাকছিলো।
ডাক শুনে আহ্লাদে
টুপ টুপ ঝাঁপ দিলো।


শাপলার ফুলে বসে
ঝিম ভেঙে ফড়িংটা,
চোখ ঘুরিয়ে দেখে
হাঁস-ছা দের কাণ্ডটা!


আগে "মা" পরে "ছা"
পুকুরেতে জলকেলি।
সূর্যের আসকারায়
জল হাসে ঝিলমিলি।


পুকুরের পাঠশালায়
সাঁতরায় হাঁস ছানা ।
শিক্ষিকা মা-হাঁস
আহ্লাদে আটখানা!!


রুই ও কাতলা দেখে
চোখ করে গোলগোল।
হাঁস-ছা "মানুষ" হলো,
পুকুরেতে সোরগোল!!