সেদিন ঝড় এসেছিল...
ওলোট পালট হয়ে গেল জীবনের
যা কিছু...
উচ্ছৃঙ্খল বেপরোয়া আলিঙ্গনে
নিষ্পেষিত হৃদয় ।
ধূলিধূসরিত তপ্ত নিঃশ্বাসে
সাদা পাতার শব্দগুলো
শালীনতা হারালো...


রক্তাক্ত ধ্বংসের দাগ মুছে দিতে
প্রতিবাদী বৃষ্টি এলো তখন!
শীতল পরশে বুঝি শিহরণ।
অঝোর ধারায় মুছে গেল যত কলঙ্ক!
সজীবতার ছোঁয়া দিয়ে,
বৃষ্টি চলে গেল।
যেমন চলে যায় বরাবর...


ক্লান্ত আমি চেয়ে থাকি শূন্যতায়...
বৃষ্টি কেন রোজ আসে না???