শব্দ করে না ভয়াল 'যন্ত্রণা'!
সশব্দ অবলম্বনেই
তার বসবাস!
বোমারু বিমান কিংবা
পঙ্গপালের বংশ
অন্ধকারের শব্দ বানায়।


সানাই বেজে ওঠে না আর
নতুনের পদার্পণে।
বিউগল্ শব্দ বোনে স্বপ্ন!
শুনি স্বাধীনতার যন্ত্রণা!


যুদ্ধের রক্ত শুকিয়ে গেলে,
ফুটবে গোলাপ!