নৃত্যের ছন্দে বেড়ে ওঠে জীবন!
কখনো ক্ষোভে জ্বলতেও পারে।
সবুজ রাখার দায় তো তোমার,
সীমার বৃত্ত ডিঙিয়ে বৃষ্টি-স্পর্শে!


মেরুদন্ড স্থির রেখে পোড়া গন্ধ,
গুমোর শব্দ শৃঙ্খলে ধিকধিক !
নতশিরে ফেরে এক জলন্ত বুক,
বাতাসে অম্লজানহীন দীর্ঘশ্বাসে!


কাকজোছনায় পাখিরা চঞ্চল!!
তুমিও জেগে ওঠো অভিজ্ঞতায়,
বটের পাকানো ঝুরির অস্তিত্বে ।
হিল্লোলিত হোক সব লেনদেন!!