পুতুল, তোর
হাতে কাঁকন, পায়ে নূপুর...
হাত ঝুমঝুম, পা ঝুমঝুম...
মায়াবী সুখের সংসার!
মনের দুঃখে বনে গেলে
কোথায় পাবি ঘর!


পুতুল, তোর
কথা কেউ ভাবে না,
তোর মনটা যে তেপান্তর!!
হাত টানবে, পা টানবে,
খেলবে শুধু তোকে নিয়ে
বাঁধবে কেন ঘর!!


পুতুল তোর
চারিদিকে দত্যি দানো,
ড্যাবড্যাবে চোখ,
লকলকানো জিভে নোলা!
গিলতে এলেই দেখিস,
ঘরে বাইরে সবাই তোর পর!


পুতুল তোর
সময় হয়েছে জেগে ওঠার।
খেলনা হয়ে থাকবি কেন?
পড়ে পড়ে মরবি কেন?
ঘোমটাটাকে সরিয়ে ফেলে
এবার লড়াই কর!