গত পরশু অন্যরকম মঞ্চে, অন্য এক ভূমিকায় পেলাম আমাদের প্রিয় কবি অসিত কুমার রায়(রক্তিম) কে।
পিপলস পাপেট থিয়েটার আয়োজিত পুতুল নাটক "অশ্বমেধ" আমাকে মুগ্ধ করেছে। কবির আমন্ত্রণে উপস্থিত থেকে উপভোগ করলাম নাটকের অন্যতম কুশীলব রক্তিমের ভূমিকা ও তার গান।
আজকের লেখাটি তাই তাকেই উৎসর্গ করলাম।


পুতুলনাচের আসরে
..............................


নাচছি আমি নাচছো তুমি!
আমরা সবাই পুতুল...
চোখ নাক মুখ সবই আছে,
হাত পা আছে ঠিকই।
যেমন নাচায় তেমন নাচি,
তেমন কথা বলি...
অদৃশ্য এক সুতোর কারসাজি!


ধরার এই হাটে...
অন্য মঞ্চে অন্য প্রেক্ষাপটে,
চলতে হয় তারই মতে
সুতোটি যার হাতে!


শুরু থেকে শেষ,
সবটাই এক জমজমাট নাটক!
নাটক শেষে বাক্সবন্দী
স্তূপাকৃতি শব!
চরম বাস্তব!!!!!