পুতুল বৌ
একলা ভীষণ ;
অভিমানে কাঁদে...
কখন কাঁদে?
জল দেখেছো চোখে?


না, তা দেখেনি লোকে...
পুতুল বর? সেও দেখেনি!
ওহ্! দেখবে কখন?
সে যে থাকে
অন্য মানুষ মা এর কোলে!
যেমন ওর পুতুল বৌ থাকে।


তবু ওরা বর-বৌ !
ওরা
আড়াল থেকে কথা বলে!
আড়াল রেখে ভালবাসে!
আড়াল থেকেই একলা হয়,
কাঁদেও আড়াল রেখে।


ওরা যে পুতুল খেলার পুতুল।


কেউ জানে না __
পুতুলরাও না __
খেলার ছলে ভালবাসাও
কখন যেন
সত্যি হয়ে যায় !!