কোজাগরী পূর্ণিমার জলে
স্নান করে শ্রীময়ি__
শ্রী সহচরী....
চাঁদ হেসে ঢালে মধুর অঙ্গরাগ,
তার উড়ন্ত ডানায়।
সাদায় উথলে পরে তার রূপ।
আমার রূপবতী!
তবু আখ্যা কেন কু-রূপায়?
উপমায় ম্লান তার মুখ...


আমার প্যাঁচা সুন্দরী!!
আমি শুধু দেখি তার রূপ,
স্নিগ্ধ জ্যোৎস্নায়।
আজ কোজাগরী রাতে,
সে একাকিনী জাগে,
বৃথা নববধু সাজে।
সাথীহারা যেন.....


লক্ষ্মীর অপেক্ষায়,
লক্ষ্মী সহচরী,
প্যাঁচা সুন্দরী!!!