রাত তুমি সুন্দর


আসকারা মন ছুঁয়ে
সূর্য যেই ডুবতে গেল পশ্চিমে,
আকাশ বলল, 'তাড়া কিসের?'
'একটু পরেই তো
সব রঙ মুছে অন্ধকারে আমি!
ভাল লাগে না আমার।'
আমি বললাম __
সূর্য পাটে গেলে তুমি অপরূপা।
আকাশ ভরা তারায়
মোহনীয় হয়ে ওঠো তুমি।
অন্ধকারে তুমি যখন
দিনের প্রতীক্ষা করে কাটাও...
আরো আকর্ষণীয় হয়ে ওঠো।
এক পরিপাটি অন্ধকারে...
আসকারা মন পাগল-পারা।
আঁধারে তুমি সুন্দর ভীষণই!
এক অনিন্দনীয় সুন্দর!