রাগ কখনো কামান গোলা,
আগুন ঝরা অন্তর।
কিছু রাগ সত্যি তো নয় ;
অনুরাগের নামান্তর!


মরছো যখন খরার জ্বালায়,
রাগ-রূপী ক্ষোভ গর্জায়।
রাগ কখনো বন্যা কাতর,
আকাশ ভাঙা বর্ষায়।


অনাহারে ধুঁকছে যারা,
তাদের রাগ থাকতে নেই।
ভেজাল খাবার জেনেই কেনো,
হজম করে রাগটাকেই!


রাগ চলে না খেলার মাঠে,
হেরে গিয়েও জেতো!
রাগ কোরো না মেলার ভীড়ে,
যখন খাও গুঁতো!


প্রতিশ্রুতি মিথ্যে হলে,
রাগটা ভীষণ গনগনে!
মিষ্টি রাগ সোহাগ রাতে,
ছল করে খাওয়া চুম্বনে!!