মনের ভাঙা কলসী এখন
শুকনো দুপুর।
আঁচল বিছায় মরচে রোদ!
নিশান তুলে হল্লা মিছিল
হলুদ পথে...


কামড়ানো চাঁদ চায়ের কাপে?
সন্ধ্যা নামে...
একটু পরেই ফুরিয়ে যাবে
সুখের বাতি!
মোম পোড়ানো গন্ধে ম ম...


উস্কানি দেয় তারা খসা!!


দুপুর কেন রাত্রি হয় তা অজানা!