নীরবতার গভীরতায়
শুনেছো কী অন্ধকারের কান্না!
অবোধ মন মানে না।
রাত কেটে যায় __
অন্ধকারের আতঙ্কে দিন হাসে!


রাত বাজে বিরহের সুরে।
ছড়িয়ে যায় উজানে মৃত্যুর গন্ধ...
শোনোনি কী ভোরের উল্লাস?
ভোর যে চায় না মরণ।
তবু প্রভাত গড়িয়ে যায় রাতে।


শুনেছো কি জন্মের কান্না!
সে যে রাতের কান্নার উন্মাদনা!
প্রভাতের আড়ালে থাকা
ব্যথাদের একবুক অন্ধকার!
ও যে দিনের হাহাকার!