অন্ধকারেরও আছে
অপরিসীম শক্তি;
আকর্ষণের ক্ষমতা!
তাই,
বিশালাকার অগ্নিগোলক
টুকরো টুকরো হয়
কৃষ্ণগহ্বরের আকর্ষণে!


অন্ধকারের শক্তি
আলোকিত সূর্যকে
হার মানায়!
সমাজের অন্ধকারের
আকর্ষণে কি তাই
ধ্বংস হয় আলোকিত কৃষ্টি!
কৃষ্ণগহ্বরের মতো
এ অন্ধকারও গিলে নিচ্ছে
সৃষ্টির সৌন্দর্য!


বোঝা যায়...
আলোর থেকে অন্ধকার
অনেক বেশি শক্তিশালী,
অনেক বেশি আকর্ষণীয়!


নিঃশেষ হয়ে যাওয়ায়
কি আনন্দ বেশি?
কে জানে!