কোথায় যে
নিজেকে হারালে
কোন সে অভিমান-ভারে!


বদ্ধ মনের
রুদ্ধ সঙ্গীত ধ্বনিছে
যাতনারই বন্দী-খাঁচাঘরে!


জানালায় খোঁজো
মুক্ত বাতাস....
কী কঠিন বিদ্রোহ অন্তরে!


অশ্রু পারেনি
ফাটল ধরাতে
বুকের ঐ  শীতল পিঞ্জরে!