তুই মৌন, কঠিন,স্থির!
আত্মমগ্ন অহমিকায়...
পাথর বুক চিরে ছুঁড়ে দিলি
তোর প্রেম...
চঞ্চলা স্রোতস্বিনী মুক্তির আহ্লাদে
চললো যে সাগর সঙ্গমে,
উত্তাল ভালবাসার
গভীরতায় নীল নির্জনে!
তোর মুখে প্রশান্তি...
বিলিয়ে দিলি আপন ভালবাসা!


নিঃস্বার্থ প্রেমে যে অনেক সুখ,
বুঝিয়ে দেয়
তোর শান্ত নীরব সৌন্দর্য!
তবে আমি কেন দেখতে পাই__
তোর বুকভাঙা কান্না জমাট বেঁধে
হিমবাহে রূপান্তর!!