মেঘ ছিটানো শীতের রাতে
ঝিঁঝির ডাক যখন
স্যাঁত স্যাঁতে এক গদ্য__
আসকারা মন কি করে যে
গড়িয়ে গড়িয়ে
এগিয়ে যায় সুলুক সন্ধানে।
ঝিমিয়ে পড়ে
মাঘের পূর্ণিমার চাঁদ।
রুপোলী থালায় রূপ যেন
চলকে গড়ায়।
রূপকারের কলম ছটফটায়।
হিম পড়ে টুপ টুপ।
মোহিনী রাতের অলিন্দে
আতর ছড়িয়ে
স্যাঁত স্যাঁতে গল্প জমে ওঠে।
রাত তখন রূপকথা।