আমি যখন লিখি __
তুমি আমার কবিতার রঙ
ঠিক করে দাও।
কোনটা হবে আকাশরঙা
কোনটা ঝলসানো লাল...
কোনটাই বা ধূলো ধূসর,
ইলশেগুঁড়ি বৃষ্টি!


যখন শব্দ সাজাই __
গন্ধ মাখাও ছত্রে ছত্রে...
কোনোটায় গোলাপ সুবাস
কোনটায় রজনীগন্ধার!
বুনো ফুলের গন্ধের
প্রলেপ দাও যখন __
সোঁদা মাটির মৌতাত নিই!


আমার ক্লান্ত কবিতার
উষ্ণতা ঠিক করেছ যখন,
তোমার পুরু ঠোঁটে
পোড়া তামাকের প্রলেপ!
সেদিন  কবিতার
পড়ন্ত গালে এঁকে দিলে
শুধুই সূর্যাস্ত!