সাধনা জানি না,
তবুও সাধক হতে চায় মন!
কেন ভীড়ল তরী এ কূলে!
কী এক বাহানায়!
স্বপ্ন মনের অবুঝ ঝর্ণাধারায়
আকাশটাকে
অন্য মনে দেখি, ইচ্ছে করে!


ইচ্ছে করে
রাখতে বেঁধে বাউল মন!
কোথায় খুঁজি রঙের সে টান
রসকলির নেশায়!
মন জানে কর্ম করার তাগিদ!
জানি না তো
কর্ম মানে কী! কী সে ধর্ম!


শুধু ছোটার টান!
জীবন থেকে ছুটি পেলেও
থামার রুচি কই?
জীবন মরণ তাই তো ছুটবই।
এ কী বাঁধন হারা মন?
না কী শুধুই অনন্ত বন্ধন!
এটাই বুঝি সাধন!!