জোনাকি-সামিয়ানা
আলোয় আলোময়!
সেই দেখে ঈর্ষাতে,
আকাশের তারারা
দেখে আর চমকায়!
মর্তের এ যে কী রূপ,
স্বর্গকে হার মানায়!!


জিতে যাওয়া খুশিতে
জোনাকিরা মিটমিট,
মুখ টেপা হাসি হাসে!
রূপের অহংকারে
আনন্দে যায় ভেসে...


জলার দুটো ব্যাঙ
ডাক ছাড়ে ঘ্যাঙর ঘ্যাং!
বিয়ে করে দুজনাতে
আহ্লাদে আটখানা!
বলে, সামিয়ানার নীচে
হয়ে যাক্ আজই__
আনন্দের খানাপিনা!


শুনে সেই ব্যাঙের ডাক
মেঘ এলো নেমে...
পুষ্প বৃষ্টিও হলো খানিক!
তারারা সদলবলে
হারালো মেঘের আড়ালে !
তাই সামিয়ানা হলো
আরও বেশি ঝলমলে!


জোনাকির সামিয়ানা
জলা জঙ্গলের রাতে __
রূপবতী হয়ে ওঠে আরো।
রাত পাখিরা গেয়ে ওঠে
তাইরে নাইরে না না!