তোমার হাত ধরেই একদিন
রঙিন হয়ে উঠেছিল
কত সাদামাটা পেন্সিল স্কেচ!
রং তুলি হাতে পেয়ে
আমি শিল্পী হয়ে উঠলাম!
মত্ত হয়ে রইলাম__
নতুন করে আবার সাজাতে !


তুমি ব্যস্ত হয়ে পড়লে
বাগানে ফুলেদের রূপ গন্ধে!
আমার শিল্প দেখার কোনো
অবসরই রইলো না।
আনমনে এঁকে চললাম
একটার পর একটা
বেহিসাবি ছবি ___
ভাঙাচোরা, অসংলগ্ন!!


শেষ সন্ধ্যায় ক্লান্তি এলো।
এক ঝড়ের রাতে___
বহু দিনের রঙের খেলা
টুকরো টুকরো করে
ভাসিয়ে দিলাম মত্ত হাওয়ায়!


ঝড় থেমে গেলে __
মনের রুক্ষ জমিনে
পড়ে রইলো টুকরো ছবির
এক দুর্বোধ্য জীবন-কোলাজ!
আমার পাথেয় !