মনে হলো_
জঘন্য দগদগে রক্তাক্ত ঘায়ে
কিলবিলে বিষাক্ত কীট্ গুলো
বমি ওঠা উগ্র গন্ধে মাতোয়ারা
চুঁয়ে পড়া কালো রক্তের
পিপাসু চোখে
এ কিসের তৃষ্ণা?
হয়ত_
খুরপি দিয়ে তোলা
মাটির মত ক্ষতস্থানে
লালারসে সিক্ত সোঁদা গন্ধ
আমোদ আনে।
জানি না, ওটাই হয়ত
ভালবাসার আতর!
মেনে নেওয়ার মনটার খোঁজ পড়ে
তখন।
কিন্তু_
লাল গোলাপের বনে বোধহয়
খুন হয়েছে শিল্পী-মন।
সেখানে জমাট বাঁধা গোলাপি
রক্তের আড়ালে
হারিয়ে গেছে সেই সুর,
যেটা শিখিয়েছিল কেউ...
ঘসটানি খাওয়া তেঁতো জীবনটার
ছন্দপতন ঘটেছিল আগেই।
তবে নতুন করে বাঁধা তারটা
ছিঁড়ল কেন এমন করে??