১)
বিশ্বাস, পাখির মত দানাপানির আশে,
এসে বসে। নচেৎ ফুরুৎ করে আকাশে!


২)
জীবনের দুই তীরে বসে থাকে ঘুম।
মাঝখানে শুধু একটু চোখ মেলার ধুম!


৩)
যে কোনো অভাবেই বিপ্লব হতে বাধ্য!
প্রাচুর্যের আহ্লাদ ঠেকায় কার সাধ্য!


৪)
ভালবাসা তুঙ্গে হলে বিরহ অবধারিত!
আড়াল প্রেম চিরকালই পরিশীলিত!


৫)
পূর্ণিমার চাঁদ যখন প্রতিবাদের রুটি।
রাজনীতি সাজায় দাবার ছকের ঘুঁটি!


৬)
চিড় ধরা আয়নায় অবয়বের বিকৃতি!
ভাঙা প্রেম ফিরে পায় না তার স্বীকৃতি!


৭)
জোয়ারে বৃথা সুখ, ভাটাতেই জীবন!
শুধু কর্ম নিয়েই বাঁচা, সতত সন্তরণ!