সাত টুকরো


১)
বোঝার ওপর শাকের আঁটি;
ফাউটা বড়োই পরিপাটি!


২)
পলিমাটি আবাদী হয় কর্ষণে;
পতিত জমি রইল বিনয় দর্শনে!


৩)
শামুক হয়ে শুঁড় নাড়ো,
কঠিন মাটি কি চিনতে পারো!


৪)
শব্দ চিনে, শব্দ বুনি...
নীরবতার বিপদ গনি!


৫)
শিকড় যত গভীরে যায়,
ইতিহাস প্রাণবন্ত হয়!


৬)
কঠিন পথচলা জীবন অভ্যাসে ;
জীবন রথ বাঁচে রশি আকর্ষে!


৭)
টিনের চালে টাপুর টুপুর ;
মুক্তি পেল তপ্ত দুপুর!