সে  যে আসবে বলেও
এলো না সেদিন...
বীণাখানি অবহেলায়
হলো মলিন!
দুরন্ত গ্রীষ্মের দাবদাহে
বাজলো না আর
বসন্ত বাহার!
শুকিয়ে গেছে
চোখের জলের নির্ঝর...


শিথিল হয়েছে কবরী...
আরশি কেঁদেছিল সাথে
আলুথালু বেশে...
স্বপ্নরা থামল অবশেষে!
কেন সে এলো না
কে জানে!
কোন অভিমানে!
যদি না আসে সে আর...
কোথায় খুঁজব তাকে!


থাকব অপেক্ষায়...
তার প্রতিশ্রুতির ছায়ায়!