আজ সন্ধ্যায়
ফুটবি কি তুই, দোলনচাঁপা?
অনেক দিনের পর,
সে আসবে বলেছে আজ
আমার কবিতার বারান্দায়।


ও মেঘ, তুই
কেন করিস অমন মুখ ভার?
জমাট বেঁধে থাকিস
আমার দরজায়!
দে খুলে দে দোর
আমি থাকব বাঁধা তোর...
সে আসবে যে সন্ধ্যায়।


সূর্যও আসেনি আজ।
মন মেতেছে
বাদলা হাওয়ায়...
ওরে দোলনচাঁপা উঠিস...
বাস ছড়িয়ে ফুটিস...
রাতের প্রদীপ জ্বেলে আমি
থাকবো অপেক্ষায়...