আধখানা চাঁদটা
মাঝরাতে জানলায় এলো ।
আমার চোখে চোখ রাখল।
কী আশ্চর্য!
চাঁদ কথা বলতে চায়!
তাও আমার মত আনাড়ি
এক প্রেমিকার সাথে!
ঘুম ভেঙে উঠে বসলাম
জানলার ধারে।
না না বাড়ির জানলায় নয়,
দূর পাল্লার
রেলগাড়ির বাতায়নে__
সপরিবারে তীর্থ সেরে আজ
বাড়ি ফেরার পথে।
বড্ড একা লাগলো যখন __
চাঁদ তবু সঙ্গ দিলো।


বড় মধুময় এ মায়াবী রাত!
চাঁদের মনে তবু কষ্ট।
একটু করে শেষ হয়ে যাবে
কয়েক দিনের মধ্যে।
তারপর ঘোর অন্ধকার __
এসে পড়বে অমাবস্যার
বিরহ বেদন।
এ কথা ক'টা বলার জন্যই
যেন আমার কাছে আসা।
আমারও খুব কষ্টের সে রাত!
চাঁদ থাকে না কাছে যে।
জানি একটু একটু করে
আবার পূর্ণ হয়ে উঠবে সে...
আমার অন্ধকার
আলোয় পূর্ণ হবে কী আর!
চাঁদ কী জানে সে কথা?