জাঁকিয়ে শীত
হাঁকিয়ে স্লেজ
দিচ্ছে হানা বাংলাতে!


জড়িয়ে শাল
খেলার মাঠে
রোদ খুঁজছে হ্যাংলাতে!


খেঁজুর গুড়
কমলা কোয়া
দাম বাড়িয়ে আহ্লাদে!


ফুটপাথে ঐ
বসন হীনে
মারছে শীত-জহ্লাদে।


কাঁপছে যারা
ঠক্ ঠকিয়ে
ছাউনি ছাড়া ফুটপাথে।


এসো সবাই
হাত বাড়িয়ে
বস্ত্র,খাবার দিই হাতে।