গাছের পাতায় নিজেকে আড়াল করে,
'কুহু কুহু' ডেকে উঠলো কালো পাখিটা।
মনে করালো __
একবার অবেলায় বসন্ত এসেছিল।


এবেলা সেবেলা কাটিয়ে কালবেলায়
বালিশটা ভিজলো!
খিড়কির দরজাটা খোলাই ছিল!
আনমনা বসন্ত চলে গেল।


সে রাতে,
রাস্তার বাতিস্তম্ভের আলো নিভে গেলে ,
আকাশটা লাল হলো।
কোথা থেকে
একটা বসন্ত-বৌরি উড়ে এসে
বন্ধ জানালায় মাথা কুটলো...


অবেলার বসন্ত
কোকিলের ডাক আর শোনে না!