আলসে দুপুরে...
পড়ায় ছিলো না মন!
অঙ্ক কষার ফাঁকে জাগে
কবিতার গুঞ্জন ...
বয়স তখন নয় কি দশে,
মনটা কেন যে রয় না বশে!
ছড়া ছড়িয়ে
পাতা ভরিয়ে
শিশু মন খুশির সুবাসে!
স্কুলের কাগজে ছাপে একদিন
প্রথম লেখার ডানা।
পড়া ভুলে ছোট্ট কবি তো
আনন্দে আটখানা ।