আমি ভাবছি সেই দিনটার কথা,
যখন একটু থিতু হতে পারব।
থিতু হবে নিঃশব্দ নিঃসরণ।
অমরত্বের আস্বাদন পাবে কলঙ্ক।


মুষ্টিবদ্ধ সোচ্চার হাত উর্ধ্বে
মিশে যাবে জলতরঙ্গে নব সৃষ্টি।
ক্ষুধা-কান্না কিংবা ধর্মের সুড়সুড়ি
হামাগুড়ি দেবে ভালবাসার উঠোনে।


সেই দিন কি খুব দূরে!!!
অমিত-প্রেম রচনা হবে যখন
ছায়াপথের উষ্ণ আলোকছটায়।
অপেক্ষায় পাথর-ঘুম,
আয়োজন চলছে___
হৃদয় ভাঙ্গার!