সব যুদ্ধ থেমে যাবে একদিন!
শূন্য হয়ে যাবে পৃথিবীর যত তূণীর।
ঝাঁকে ঝাঁকে আসবে না বিষাক্ত তীর!
ছুটবে না জলন্ত কামানের গোলা।
সব অস্ত্র জং ধরে হয়ে যাবে নিশ্চুপ!


বন্ধ হয়ে যাবে রক্তক্ষরণ।
নদীতে বইবে না রক্তের লাল স্রোত।
মাটি ভিজবে না দুখী মায়ের অশ্রুতে।
পূণ্যবতী আঁচল হবে শান্তির প্রতীক।
সব দেশে স্বাক্ষরিত হবে মৈত্রী-চুক্তি।


শব্দহীন হবে শান্ত আকাশ।
উড়বে না  বিধ্বংসী বোমারু বিমান।
নীল আকাশ ভরে যাবে সাদা কবুতরে।
ক্লেদ মুক্ত হবে সব দেশের গর্বিত মাটি।
অবহেলিত হোক যুদ্ধের যত শিরস্ত্রাণ!


অপেক্ষায় থাকবো সেদিনের!