একটা ফুল ঝরে গেল,
আমাদের বাগানের॥
এক একটি শুভক্ষণে
ফুলগুলি ফুটেছিল...
হেসেছিল খেলেছিল __
একসাথে দুলেছিল,
হাসি কান্নায় ছুঁয়েছিল
একে অপরের মন ॥


জানে একদিন __
ঝরে যেতে হবে, তবে
কার পালা আগে, সেটা
অজানা!
মেনে নিতেও চায় না যে
সুখের বাগান!


এক বিষণ্ণ সন্ধ্যায় __
কি জানি কী সুখের জন্য
ঝরে গেল একটি ফুল!
সেই ক্ষণে __
কাছে থাকা স্বজনেরা __
ছুঁয়েছিল তাকে ॥


কারো জানা নেই __
এতো কী তাড়া ছিল তার!
হাসিখুশি ফুলটি
কোনো কথা না বলে,
সুখের বাগান ফেলে রেখে
চলে গেল কোথায়....
কোন সে অজানায়__
জানিয়ে "চির বিদায়"!!!


** আমার ছোড়দা গত ৮ই জুলাই
হঠাৎই আমদের ছেড়ে
পরলোকে গমন করেছেন।
তাঁর আত্মার শান্তি কামনা করে এই লেখা।