সারা গায়ে ঘাম ঝরে।
লাল রোদটুকু কোথায় হারায়
উষ্ণায়নের ধাঁধায়!
পৌষ ঘ্রাণে
নবাণ্ণ সাজাতে সাজাতে
ভাগীরথী বয়ে যায় চোখে...
মন আমার __
আপনাতে সে আপনি বোঝে!
স্পর্শ দেয় না কেন শেষ শীত!
পৌষের শেষ দিনে
কোথায় যে এক রসের ধারা
ছলছলায়___তবু!!