চাঁদ যেদিন প্রথম এলো
আমার আঙিনায় ___
সে সময় সূর্য ওঠার কথা নয়,
তবুও অনেকগুলো সূর্য
একসঙ্গে উঠেছিল
মজা নদীর ঘোলা জলে!
বান ডাকলো দু কূল ছাপিয়ে।


জানি চাঁদ আমার নয়...
কখনো হতে পারে না।
তবু নরম আলোয়
আমার উঠোন ভেসে গেল
চাঁদের আহ্লাদে ...


আজ মধ্যরাতে আবার
চাঁদের মুখোমুখি হয়েছি।
দেখেছি কেমন করে
চাঁদ সরে যাচ্ছে ধীরে ধীরে
গাছেদের ফাঁকে গলে ...
ক্রমশ পশ্চিমের কোলে!
একটু পরে সূর্য উঠবে পূবে।


আমি ঘুমোতে পারিনি __
স্মৃতির ক্লান্তিতে
দাঁড়িয়ে রাতের দরজায়
যাত্রা পথের দিকে তাকিয়ে
বুঁদ হচ্ছি শেষ প্রেমে!!