চেনা পথ, অনেক দিনের...
তবু মনে হয়,
অচেনা কোথাও কখনো!
বাঁকে এসে দেখি,
বিভাজিত দুই পথ ভিন্ন অস্তিত্বে।
মাথা চাড়া দিয়ে ওঠে দ্বন্দ্ব!


এক মাঠ সবুজে দাঁড়িয়ে,
অবুঝ মন। একাকী!
কখন যেন বদলে, পারিজাত কানন।
নতুন ফুলে, নতুন অলি...
জীবন ছবি আঁকে।   রঙিন!


তখন সূর্য মধ্যগগনে।
ছায়া মধ্য পথে।    স্থির!
অপেক্ষা শেষ প্রদোষের।


ধ্রুবতারা দিক্ চেনালে,
চোখ বুজবো!!!