যখন টুকরো টুকরো হয়ে ভেঙে যাই...
অনুভূতিগুলো একটা আশ্রয় খোঁজে।
কাঁটাতারে মাথা রেখে একভাবে দাঁড়িয়ে থাকি।
বড্ড ঘুম পায়....
পালঙ্ক চাই না ;মাটি হলেই চলে।
বারবার চায়ে চুমুক দিই...
যতক্ষণ চলে ;শেষ করতে চাই না।
জারোয়াদের মতো ঘর পাল্টাই।
আমার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই...


টুকরো টুকরো 'আমি' নিয়ে,কেন যে
একটা গোটা 'আমি' হতে পারি না !