ভোরের রোদটা স্যাঁতস্যাতে...
ছেলেটা একছুটে ঝুপড়ি থেকে
শিমুলতলার মাঠ।
ছেঁড়া জামাটা হাতে ধরা,
পরারও সময় পায়নি।


ম্যারাপ বাঁধা হয়েছে মাঠে।
কবিদের কম্বল বিতরণ অনুষ্ঠান।
'কবি' কাকে বলে জানে না 'ও'।
শীতে কাঁপছে ছোট্ট শরীর!
এক কুসুম উষ্ণতার স্বপ্ন দু চোখে।


চলছে কবি কন্ঠে কবিতা পাঠ।
ও এসব কিছুই বোঝে না।
কানে আসে কিছু শব্দ!
অপেক্ষায় বেলা গড়ায়...
রোদটা এখন বেশ চনমনে।


তবু শীতটা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে...