চাঁদ
কখনো নীল কখনো রক্তিম!
ছেঁড়া মেঘের ওড়নায়
ঘোমটা দেয় কোনোদিন...
তিথিতে তিথিতে
প্রতিদিনই রূপ বদলায়!


ঋতু
কত না উষ্ণতায় ছুঁয়ে থাকে
তোমাকে আমাকে...
কত না নামে ভাসে চাঁদ
প্রতি পূর্ণিমায়!
মগ্নের নামে কী আসে যায়!


আর
একটা দিন বাকি
নববর্ষের কর্ম সূচনার...
বছর শেষের এই পূর্ণিমায়
ক্লান্ত শীতের আকাশে আজ
"ঠাণ্ডা চাঁদ" ঝলসায়!