আজ চাঁদের আলোয়
মিশে গেলো
তাৎপর্যহীন বিলাপ যন্ত্রণা!
জ্যোৎস্নার ভারে ক্লান্তি আসে
নিদ্রিত আঁখিপল্লবে!
পিঁড়ি পেতে বসে থাকে মন
স্মৃতির দালানে।


যখন স্বপ্ন চুম্বনে চুম্বনে ভরায়
শেষ রাত্রির বুক __
চিত্তবীণায় কী যেন এক সুর
ঝরে যায় অকাতরে।
দূয়ারে দাঁড়িয়ে কে কথা বলে!
বড় চেনা মনে হয় সে কণ্ঠস্বর!
আধো ঘুমে শুনি __
দূরত্বের স্মৃতি যেন বলে যায়
__"আমি ভালবাসা "।


জ্যোৎস্নার চাদরে
নিস্তব্ধতা নেমে আসে ক্রমে...
হৃদয় উজাড় করে
দিতে চাওয়া আনন্দ আর
পেতে চাওয়া অমল সুখ
বাসি হয়ে যায় ভীষণ এক
নৈঃশব্দ্যের ঘোরে!