গোঁওওওও...


ও কিসের আওয়াজ !!
মেঘ ডাকেনি তো,
পড়েনি তো বাজ !!!
ট্রেন, বাস, গাড়ির শব্দ!
না না তা কি করে হয়,
করোনা তো হয়নি জব্দ ;
লক ডাউন যে বহাল।


বারান্দায় দৌড়ে এসে,
দেখি __
আকাশে উড়ছে
এক যান্ত্রিক পাখি.....
আহা উড়োজাহাজ!!
মন হাততালি দিয়ে ওঠে...
কাশের দোলার মাঠে
যেন অপু বা দুর্গা আমি !


অনেক দিন পর
দেখছি এক আকাশ যান!
তবে কি উঠে গেল
লক ডাউন???
আবার চালু হলো উড়ান !


মন কে যতই বোঝাই,
জানি ওটা পণ্যবাহী যান।
ওতে আছে জীবনের ওষুধ,
দরকারী সামগ্রী...
তোমার আমার ত্রাণ।।।


এ আনন্দ__
অপু-দুর্গার
প্রথম রেলগাড়ি দেখার
আনন্দের মতোই,
জীবনকে জাগানোর
শব্দানন্দ।।