এলোমেলো শব্দ ঝরে রোজ!
হোক না বৃষ্টি
কিংবা প্রখর রোদ!
আঁচল ভরা রাত তারাদের সুখ।
শুকতারা কি ঘুমোয়
সকাল হলে?
একলা চাঁদ ঝাপসা চোখ মোছে!


মেঘ-ভাঙা রোদ বারান্দায়
আরাম কেদারায়।
রাতের কথায় মন থাকে না আর ।
বৃষ্টি রাত,
গা এলিয়ে হারায় পলাশ বনে।
ভিজে বসন্ত আবির রঙে রাঙা!


কাঁচা টমেটোর বুনো গন্ধে,
পাশে বসে
মাতাল মন্টিজ্যুমা....
ভোর হলে অন্য গন্ধ ছড়ায়!
আমি মজি রূপ সাগরে!
কুসুম রোদ যায় গড়িয়ে সাঁঝে,
রোদ চশমা খুলে।


ইষ্টিকুটুম মিষ্টি কুটুম,
বসতে দেব পিঁড়ি।
উঠোন জুড়ে লকলকে লাউডগা!
আকর্ষ ছটফটে....
কঞ্চিটাকে ধরে আষ্টেপৃষ্ঠে!!!


এক থালা বসন্ত,
সাজিয়ে দিই খাবার টেবিলে!