ঘিঞ্জি শহরের মধ্যে
স্যাঁত স্যাঁতে ঘরটাতে
একটা প্রশ্ন পড়ে আছে দীর্ঘদিন!
উত্তরহীন প্রশ্নটা
দুটো হুকে আটকানো দড়িতে
দুলছে তো দুলছেই...
দোলনার দোলায় দোদুল্যমান
প্রশ্নটা মাঝে মাঝে
অবান্তর মনে হয়।
কী আশ্চর্য, এই উত্তরহীন ভাবে
বেঁচে থাকা।
তবু স্যাঁত স্যাঁতে ঘরটাতে
জীবন ছটফটিয়ে ওঠে __
হাত বাড়ায়। আকাশ ছুঁতে চায়।
হাহাকারে ঘিঞ্জি শহর
অন্ধকারে আরো ঘন হয়ে ওঠে।
দোলনার দড়িতে পচন ধরে।
ছিঁড়ে পড়ে একসময় ।।