ছেঁড়া মেঘের আবছায়াতে
ঠিকরে পড়ে
আগুন জ্বলা সেই সে দুপুর!
শুনবি বলে বৃষ্টি নূপুর
অপেক্ষাতে পুকুর জলে
ছিপ ফেলেছিস!
দশ পয়সার বাসের টিকিট
যত্নে ছিল বুক পকেটে।
যত্নে রাখিস কিশোর প্রেম,
কলেজ গেটে মুখোমুখি।


রাজনীতিতে হারিয়ে খুঁজিস
কমন রুমে সত্য নীতি!
ছোট্ট ভাঁড়ে ভাগ করা চা!!
ঘন্টার পর ঘন্টা ব্যস্ত ...
তপ্ত দুপুর তুমুল বাক্যি ঝড়ে!


হিমেল হাওয়ায় কার্তিক চাঁদ
ছেঁড়া মেঘের ওড়না খোঁজে ।
অমারাতে মুখটা ঢাকে...
দীপান্বিতার চোদ্দ দীপে
আঁধার ঘোচে।


আকাশ প্রদীপ জ্বালিয়ে সেদিন
পথ হেঁটেছি পাশাপাশি,
সমান্তরাল...
কেউ কারোকে মন কি দিলাম?
শ্যাওলা অতীত সঙ্গে নিয়ে
উত্তরটা আজও খুঁজি।।